বলো গো বালা, আমারি তুমি

বলো গো বালা, আমারি তুমি

রবীন্দ্রনাথ ঠাকুর

বলো গো বালা, আমারি তুমি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পিলু


বলো গো বালা, আমারি তুমি

হইবে চিরকাল!

অনিয়া দিব চরণতলে

যা-কিছু আছে সাগরজলে

পৃথিবী-‘পরে আকাশতলে

অমূল মণি জাল!

শুনি আশার মোহন-রব

যা-কিছু ভালো লাগিবে তব

আনিয়া দিব, হও গো, যদি

আমারি চিরকাল!

যেথায় মোরা বেড়াব দুটি,

কুসুমগুলি উঠিবে ফুটি,

নদীর জলে শুনিতে পাব

দেবতাদের বাণী।

তারকাগুলি দে...

Loading...