
ওই অমল হাতে রজনী প্রাতে

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওই অমল হাতে রজনী প্রাতে
আপনি জ্বাল’
এই তো আলো–
এই তো আলো।
এই তো প্রভাত, এই তো আকাশ,
এই তো পূজার পুষ্পবিকাশ,
এই তো বিমল, এই তো মধুর,
এই তো ভালো–
এই তো আলো–
এই তো আলো।
আঁধার মেঘের বক্ষে জেগে
আপনি জ্বাল’
এই তো আলো–
এই তো আলো।
এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা,
এই তো দুখের অগ্নিমালা,
এই তো ...