কূল থেকে মোর গানের তরী

কূল থেকে মোর গানের তরী

রবীন্দ্রনাথ ঠাকুর

কূল থেকে মোর গানের তরী

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কূল থেকে মোর গানের তরী

দিলেম খুলে–

সাগর-মাঝে ভাসিয়ে দিলেম

পালটি তুলে।

যেখানে ওই কোকিল ডাকে ছায়াতলে–

সেখানে নয়।

যেখানে ওই গ্রামের বধূ আসে জলে–

সেখানে নয়।

যেখানে নীল মরণলীলা উঠছে দুলে

সেখানে মোর গানের তরী দিলেম খুলে।

এবার, বীণা, তোমায় আমায়

আমরা একা।

অন্ধকারে নাই বা কারে

গেল দেখা।

কুঞ্জবনের শাখা হতে য...

Loading...