• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
রবীন্দ্রনাথ ঠাকুর

@লেখক

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) – জীবনী

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, নাট্যকার, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী, দার্শনিক ও শিক্ষাবিদ। তার সাহিত্যকর্ম ও চিন্তাধারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করেছে।


প্রারম্ভিক জীবন

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এবং মা সারদাসুন্দরী দেবী। পরিবারের সাংস্কৃতিক ও শিক্ষিত পরিবেশের কারণে তিনি ছোটবেলা থেকেই সাহিত্য, সংগীত ও দর্শনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।


শিক্ষা ও শৈশব

রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষাজীবন খুব একটা দীর্ঘ ছিল না। তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন, তবে কোনো প্রতিষ্ঠানেই দীর্ঘস্থায়ী ছিলেন না। পরবর্তীতে ১৮৭৮ সালে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন, কিন্তু সে পড়াশোনাও অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন।


সাহিত্য জীবন

রবীন্দ্রনাথ ঠাকুর আট বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। ১৮৭৪ সালে তার প্রথম কবিতা "অভিলাষ" প্রকাশিত হয়। ১৮৭৭ সালে তার প্রথম ছোটগল্প "ভিখারিণী" প্রকাশিত হয়। এরপর তিনি একের পর এক কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক রচনা করেন এবং বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন।


নোবেল পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি

১৯১৩ সালে "গীতাঞ্জলি" কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এটি বাংলা ভাষার জন্য প্রথম ও একমাত্র নোবেল পুরস্কার। এই স্বীকৃতি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং তিনি ভারতীয় সাহিত্যকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেন।


সংগীত ও নাটক

রবীন্দ্রনাথ প্রায় ২,২০০টি গান রচনা করেন, যা "রবীন্দ্রসঙ্গীত" নামে পরিচিত। তার লেখা গান "আমার সোনার বাংলা" বাংলাদেশের জাতীয় সংগীত এবং "জন গণ মন" ভারতের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত হয়েছে।

তিনি বাংলা নাট্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ ছিলেন। তার রচিত বিখ্যাত নাটকগুলোর মধ্যে "রাজা", "ডাকঘর", "রক্তকরবী" উল্লেখযোগ্য।


শিক্ষা ও সমাজসেবা

রবীন্দ্রনাথ শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯০১ সালে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এটি আধুনিক শিক্ষার একটি নতুন মডেল হয়ে দাঁড়ায়।

তিনি নারী শিক্ষা, কৃষক ও শ্রমিকদের উন্নয়ন, সমাজ সংস্কার এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


মৃত্যু ও উত্তরাধিকার

১৯৪১ সালের ৭ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন। তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

"যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে" – তার এই উক্তি আজও মানুষকে পথ দেখায়।

২৭৩১

বার পড়া হয়েছে

২৩৬৯

বইসমগ্র

OR
হে মোর সুন্দর

হে মোর সুন্দর

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
হে ভুবন আমি যতক্ষণ তোমারে না বেসেছিনু ভালো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল

হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
হে প্রিয় আজি এ প্রাতে

হে প্রিয় আজি এ প্রাতে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
স্বর্গ কোথায় জানিস কি তা ভাই

স্বর্গ কোথায় জানিস কি তা ভাই

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী

সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শাজাহান

শাজাহান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শা জাহান

শা জাহান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শা জাহান

শা জাহান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শা জাহান

শা জাহান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শা জাহান

শা জাহান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শা জাহান

শা জাহান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে

যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যেদিন তুমি আপনি ছিলে একা

যেদিন তুমি আপনি ছিলে একা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যেদিন উদিলে তুমি, বিশ্বকবি, দূর সিন্ধুপারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যে বসন্ত একদিন করেছিল কত কোলাহল

যে বসন্ত একদিন করেছিল কত কোলাহল

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যে কথা বলিতে চাই

যে কথা বলিতে চাই

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যখন আমায় হাতে ধরে

যখন আমায় হাতে ধরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মোর গান এরা সব শৈবালের দল

মোর গান এরা সব শৈবালের দল

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে

মত্ত সাগর দিল পাড়ি গহন রাত্রিকালে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ভাবনা নিয়ে মরিস কেন খেপে

ভাবনা নিয়ে মরিস কেন খেপে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
বিশ্বের বিপুল বস্তুরাশি

বিশ্বের বিপুল বস্তুরাশি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
বলাকা (সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা)

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি

পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পাখিরে দিয়েছ গান, গায় সেই গান

পাখিরে দিয়েছ গান, গায় সেই গান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পউষের পাতা ঝরা তপোবনে

পউষের পাতা ঝরা তপোবনে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
নিত্য তোমার পায়ের কাছে

নিত্য তোমার পায়ের কাছে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন

দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমারে কি বারবার করেছিনু অপমান

তোমারে কি বারবার করেছিনু অপমান

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার শঙ্খ ধুলায় প’ড়ে

তোমার শঙ্খ ধুলায় প’ড়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তুমি দেবে, তুমি মোরে দেবে

তুমি দেবে, তুমি মোরে দেবে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা

তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
জানি আমার পায়ের শব্দ রাত্রে দিনে শুনতে তুমি পাও

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কোন্‌ ক্ষণে সৃজনের সমুদ্রমন্থনে

কোন্‌ ক্ষণে সৃজনের সমুদ্রমন্থনে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কে তোমারে দিল প্রাণ রে পাষাণ

কে তোমারে দিল প্রাণ রে পাষাণ

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কত লক্ষ বরষের তপস্যার ফলে

কত লক্ষ বরষের তপস্যার ফলে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ওরে  নবীন, ওরে আমার কাঁচা

ওরে নবীন, ওরে আমার কাঁচা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ওরে তোদের ত্বর সহে না আর

ওরে তোদের ত্বর সহে না আর

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায়

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এবার যে ওই এল সর্বনেশে গো

এবার যে ওই এল সর্বনেশে গো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এইক্ষণে মোর হৃদয়ের প্রান্তে আমার নয়ন বাতায়নে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো

এই দেহটির ভেলা নিয়ে দিয়েছি সাঁতার গো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমি যে বেসেছি ভালো এই জগতেরে

আমি যে বেসেছি ভালো এই জগতেরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে

আমার মনের জানলাটি আজ হঠাৎ গেল খুলে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমার কাছে রাজা আমার রইল অজানা

আমার কাছে রাজা আমার রইল অজানা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমরা চলি সমুখপানে

আমরা চলি সমুখপানে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আনন্দ গান উঠুক তবে বাজি

আনন্দ গান উঠুক তবে বাজি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আজ প্রভাতের আকাশটি এই

আজ প্রভাতের আকাশটি এই

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আজ এই দিনের শেষে

আজ এই দিনের শেষে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন