যেদিন তুমি আপনি ছিলে একা

যেদিন তুমি আপনি ছিলে একা

রবীন্দ্রনাথ ঠাকুর

যেদিন তুমি আপনি ছিলে একা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যেদিন তুমি আপনি ছিলে একা

আপনাকে তো হয় নি তোমার দেখা।

সেদিন কোথাও কারো লাগি ছিল না পথ-চাওয়া;

এপার হতে ওপার বেয়ে

বয় নি ধেয়ে

কাঁদন-ভরা বাঁধন-ছেঁড়া হাওয়া।


আমি এলেম, ভাঙল তোমার ঘুম,

শূন্যে শূন্যে ফুটল আলোর আনন্দ-কুসুম।

আমায় তুমি ফুলে ফুলে

ফুটিয়ে তুলে

দুলিয়ে দিলে নানা রূপের দোলে।

আমায় তুমি তারায় তারায় ছড়িয়ে দিয়...

Loading...