তোমারে কি বারবার করেছিনু অপমান

তোমারে কি বারবার করেছিনু অপমান

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারে কি বারবার করেছিনু অপমান

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমারে কি বারবার করেছিনু অপমান।

এসেছিলে গেয়ে গান

ভোরবেলা;

ঘুম ভাঙাইলে ব’লে মেরেছিনু ঢেলা

বাতায়ন হতে,

পরক্ষণে কোথা তুমি লুকাইলে জনতার স্রোতে।

ক্ষুধিত দরিদ্রসম

মধ্যাহ্নে, এসেছে দ্বারে মম।

ভেবেছিনু, এ কী দায়,

কাজের ব্যাঘাত এ-যে।’ দূর হতে করেছি বিদায়।


সন্ধ্যাবেলা এসেছিলে যেন মৃত্যুদূত

জ্বালায়ে মশাল-আলো, অস্পষ...

Loading...