
কালিয়দমন খণ্ড

চণ্ডী দাস
কালিয়দমন খণ্ড (যমুনা খণ্ডের অন্তর্গত)
(১)
মালবরাগঃ॥রূপকং॥দণ্ডকঃ॥
গোপীগণমন তোষিল দেব চক্রপাণী।
মথুরা নগর যাইতেঁ দিলান্ত মেলানী ॥১
তখন গুণিল কিছু মণে দামোদর।
বিলাস করিলোঁ মোঞঁ বনের ভিতর ॥২
জলকেলি করিবারেঁ কাহ্ন কৈল মন।
খাণিএক শুণিল হৃদয়ে জনার্দ্দন ॥৩
বৃন্দাবন মাঝেঁ যমুনা নদী বহে।
তাহাত গম্ভীর...