ভাবনা নিয়ে মরিস কেন খেপে

ভাবনা নিয়ে মরিস কেন খেপে

রবীন্দ্রনাথ ঠাকুর

ভাবনা নিয়ে মরিস কেন খেপে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ভাবনা নিয়ে মরিস কেন খেপে।

দুঃখ-সুখের লীলা

ভাবিস এ কি রইবে বক্ষে চেপে

জগদ্দলন-শিলা।

চলেছিস রে চলাচলের পথে

কোন্‌ সারথির উধাও মনোরথে?

নিমেষতরে যুগে যুগান্তরে

দিবে না রাশ-ঢিলা।


শিশু হয়ে এলি মায়ের কোলে,

সেদিন গেল ভেসে।

যৌবনেরি বিষম দোলার দোলে

কাটল কেঁদে হেসে।

রাত্রে যখন হচ্ছিল দীপ জ্বালা

কোথায় ছিল ...

Loading...