আশান্বিতা

আশান্বিতা

কাজী নজরুল ইসলাম

আশান্বিতা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আবার কখন আসবে ফিরে সেই আশাতে জাগব রাত,

হয়তো সে কোন নিশুত রাতে ডাকবে এসে অকস্মাৎ!

সেই আশাতে জাগব রাত।

যতই কেন বেড়াও ঘুরে

মরণ-বনের গহন জুড়ে

দূর সুদূরে,

কাঁদলে আমি আসবে ছুটে, রইতে দূরে নারবে নাথ,

সেই আশাতে জাগব রাত।


কপট! তোমার শপথ-পাহাড় বিন্ধ্যসম হোক না সে,

ঝড়ের মুখে খড়ের ...

Loading...