কাগজের নৌকা

কাগজের নৌকা

রবীন্দ্রনাথ ঠাকুর

কাগজের নৌকা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ছুটি হলে রোজ ভাসাই জলে

কাগজ-নৌকাখানি।

লিখে রাখি তাতে আপনার নাম

লিখি আমাদের বাড়ি কোন্‌ গ্রাম

বড়ো বড়ো করে মোটা অক্ষরে,

যতনে লাইন টানি।

যদি সে নৌকা আর-কোনো দেশে

আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে

আমার লিখন পড়িয়া তখন

বুঝিবে সে অনুমানি

কার কাছ হতে ভেসে এল স্রোতে

কাগজ-নৌকাখানি।

আ...

Loading...