
শিবের ধ্যানভঙ্গে কামভস্ম

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
শিবের সম্বন্ধ করিয়া নির্ব্বন্ধ আইলা নারদ মুনি।
কমললোচন আদি দেবগণ পরম আসন্দ শুনি ॥
সকলে মিলিয়া শিব কাছে গিয়া বিস্তর করিলা স্তব।
নাহি ভাঙ্গে ধ্যান দেখি চিন্তাবান হইলা বিধি কেশব
মন্ত্রণা করিয়া মদনে ভাকিয়া সুরপতি দিলা পান।
সম্মোহন বাগ করিয়া সন্ধান শিবের ভাঙ্গহ ধ্যান!
ইন্দ্রের আজ্ঞায় রতিপতি ধায় পুষ্পশরাসন হাতে।
সমুখে সামন্ত ধাইল বসন্ত কোকিল ভ্রমর সাতে।