
গীতারম্ভ

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অন্নপূর্ণা মহামায়া : সংসার যাহার ছায়া : পরাৎপর পরম প্রকৃতি।
অনিবার্য্য নিরুপমা : আপনি আপন সমা : সৃষ্টি স্থিতি প্রলয় আকৃতি।।
অচক্ষু সর্ব্বত্র চান : অকর্ণ শুনিতে পান : অপদ সর্ব্বত্র গতাগতি।
কর বিনা বিশ্ব গড়ি : মুখ বিনা বেদ পড়ি : সবে দেন সুমতি কুমতি।।
বিনা চন্দ্রানল রবি : প্রকাশি আপন ছবি : অন্ধকার প্রকাশ করিলা।
প্লাবিত কারণ জলে : বসি স্থল বিনা স্থলে : বিনা গর্...