
রতির প্রতি দৈববাণী

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অগ্নি কুণ্ড জ্বালি রতি সতী হৈতে চায়।
হইল আকাশবাণী শুনিবারে পায়।
শুন রতি তমু ত্যাগ না কর এখন।
শুনহ উপায় কহি পাইবে মদন ॥
দ্বাপরে হবেন হরি কৃষ্ণ অবতার।.
কংস বধি করিবেন দ্বারকা বিহার ॥
রুক্মিণীরে লইবেন বিবাহ করিয়া।
তাঁর গর্ভে এই কাম জনমিবে গিয়া8
শম্বর দানব বড় হইবে দুর্জ্জন।
মদনের হাতে তার মৃত্যু নিয়োজন ॥
দাসী হয়ে তুমি গিয়া থাক তার ধামে।...