নদীপথে

নদীপথে

রবীন্দ্রনাথ ঠাকুর

নদীপথে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গগন ঢাকা ঘন মেঘে ,

পবন বহে খর বেগে ।

অশনি ঝনঝন

ধ্বনিছে ঘন ঘন ,

নদীতে ঢেউ উঠে জেগে ।

পবন বহে খর বেগে ।

তীরেতে তরুরাজি দোলে

আকুল মর্মর-রোলে ।

চিকুর চিকিমিকে

চকিয়া দিকে দিকে

তিমির চিরি যায় চলে ।

তীরেতে তরুরাজি দোলে ।

ঝরিছে বাদলের ধারা

...

Loading...