তুমি কি গিয়াছ ভুলে

তুমি কি গিয়াছ ভুলে

কাজী নজরুল ইসলাম

তুমি কি গিয়াছ ভুলে

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

তুমি কি গিয়াছ ভুলে? –

তোমার চরণ-স্মরণ-চিহ্ন আজও মোর নদীকূলে

মুছিল না প্রিয়, মুছিল না তার বুকে যে লিখিলে লেখা!

মাঝে বহে স্রোত, দু-কূল জুড়িয়া চরণ-স্মরণ-রেখা।

বন্যার ঢল, জোয়ার, উজান আসে যায় ফিরে ফিরে,

ও চরণ-লেখা মুছিল না মোর বালুচরে নদীতীরে!

ঊর্ধ্বে ধূসর সান্ধ্য আকাশে ক্ষীণ চন্দ্রের লেখা,

নিম্নে আমার শুনো বালুচরে তোমার চরণ-রেখা।


কূলে আস...

Loading...