
কৃতার্থ

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এখনো ভাঙে নি ভাঙে নি মেলা
নদীর তীরের মেলা ।
এ শুধু আষাঢ় - মেঘের আঁধার ,
এখনো রয়েছে বেলা ।
ভেবেছিনু দিন মিছে গোঙালেম ,
যাহা ছিল বুঝি সবই খোয়ালেম ,
আছে আছে তবু , আছে ভাই , কিছু
রয়েছে বাকি ।
আমারো ভাগ্যে আজ ঘটে নাই
কেবলি ফাঁকি ।
বেচিবার যাহা বেচ...