কন্টকের কথা

কন্টকের কথা

রবীন্দ্রনাথ ঠাকুর

কন্টকের কথা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


একদা পুলকে প্রভাত-আলোকে

গাহিছে পাখি ,

কহে কণ্টক বাঁকা কটাক্ষে

কুসুমে ডাকি —

তুমি তো কোমল বিলাসী কমল ,

দুলায় বায়ু ,

দিনের কিরণ ফুরাতে ফুরাতে

ফুরায় আয়ু ;

এ পাশে মধুপ মধুমদে ভোর ,

ও পাশে পবন পরিমল-চোর ,

বনের দুলাল , হাসি পায় তোর

আদর দেখে ।

আহা মরি মরি কী রঙিন বেশ ,

...
Loading...