
এক গাঁয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর
আমরা দুজন একটি গাঁয়ে থাকি
সেই আমাদের একটিমাত্র সুখ ,
তাদের গাছে গায় যে দোয়েল পাখি
তাহার গানে আমার নাচে বুক ।
তাহার দুটি পালন - করা ভেড়া
চরে বেড়ায় মোদের বটমূলে ,
যদি ভাঙে আমার খেতের বেড়া
কোলের ' পরে নিই তাহারে তুলে ।
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা ,...