হে মোর সুন্দর

হে মোর সুন্দর

রবীন্দ্রনাথ ঠাকুর

হে মোর সুন্দর

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হে মোর সুন্দর,

যেতে যেতে

পথের প্রমোদে মেতে

যখন তোমার গায়

কারা সবে ধুলা দিয়ে যায়,

আমার অন্তর

করে হায় হয়।

কেঁদে বলি, হে মোর সুন্দর,

আজ তুমি হও দণ্ডধর,

করহ বিচার।

তার পরে দেখি,

এ কী,

খোলা তব বিচারঘরের দ্বার,

নিত্য চলে তোমার বিচার।

নীরবে প্রভাত-আলো পড়ে

তাদের কলুষরক্ত নয়নের ‘পরে;

শুভ্র বনমল্...

Loading...