যাব আমি তোমার দেশে

যাব আমি তোমার দেশে

জসীম উদ্দীন

যাব আমি তোমার দেশে

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৪ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পল্লী-দুলাল, যাব আমি-যাব আমি তোমার দেশে,

আকাশ যাহার বনের শীষে দিক-হারা মাঠ চরণ ঘেঁষে।

দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি,

দাঁড়ায় যাহার কোলটি ঘেঁষে বিজলী-পেড়ে আঁচল নাড়ি।

বেতস কেয়ার মাথায় যেথায় ডাহুক ডাকে বনের ছায়ায়,

পল্লী-দুলাল ভাইগো আমার, যাব আমি যাব সেথায়।


তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পন্থখানি,

ধান কাউনের খেতের ভেতর সরু...

Loading...