অপরূপ সে দুরন্ত

অপরূপ সে দুরন্ত

কাজী নজরুল ইসলাম

অপরূপ সে দুরন্ত

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ভাব-বিলাসী অপরূপ সে দুরন্ত,

বাঁধন-হারা মন সদা তার উড়ন্ত!

সে ঘুরে বেড়ায় নীল আকাশে।

চাঁদের সাথে মুচকি হাসে,

গুঞ্জরে সে মউ-মক্ষীর গুঞ্জনে,

সে ফুলের সাথে ফোটে, ঝরে পরাগ হয়ে অঙ্গনে।

তার চোখের পলক ভোরের তারায় ঝলে,

ধুমকেতু তার ফুলঝুরি, সে উল্কা হয়ে চলে।

অপরূপ সে দুরন্ত,

...

Loading...