শ্রীবিজয়লক্ষ্মী

শ্রীবিজয়লক্ষ্মী

রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রীবিজয়লক্ষ্মী

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমায় আমায় মিল হয়েছে কোন্‌ যুগে এইখানে।

ভাষায় ভাষায় গাঁঠ পড়েছে, প্রাণের সঙ্গে প্রাণে।

ডাক পাঠালে আকাশপথে কোন্‌ সে পুবেন বায়ে

দূর সাগরের উপকূলে নারিকেলের ছায়ে।

গঙ্গাতীরের মন্দিরেতে সেদিন শঙ্খ বাজে,

তোমার বাণী এ পার হতে মিলল তারি মাঝে।

বিষ্ণু আমায় কইল কানে, বললে দশভুজা,

“অজানা ওই সিন্ধুতীরে নেব আমার পূজা।’

মন্দাকিনীর কলধারা সে...

Loading...