স্পাই

স্পাই

রবীন্দ্রনাথ ঠাকুর

স্পাই

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


শক্ত হল রোগ,

হপ্তা-পাঁচেক ছিল আমার ভোগ।

একটুকু যেই সুস্থ হলেম পরে

লোক ধরে না ঘরে,

ব্যামোর চেয়ে অনেক বেশি ঘটাল দুর্যোগ।

এল ভবেশ, এল পালিত, এল বন্ধু ঈশান,

এল পোলিটিশান,

এল গোকুল সংবাদপত্রের,

খবর রাখে সকল পাড়ার নাড়ীনক্ষত্রের।

কেউ-বা বলে “বদল করো হাওয়া’,

কেউ-বা বলে “ভালো ক’রে ...

Loading...