
পাষাণী

রবীন্দ্রনাথ ঠাকুর
জগতের বাতাস করুণা ,
করুণা সে রবিশশীতারা ,
জগতের শিশির করুণা --
জগতের বৃষ্টিবারিধারা ।
জননীর স্নেহধারা - সম
এই - যে জাহ্নবী বহিতেছে ,
মধুরে তটের কানে কানে
আশ্বাস - বচন কহিতেছে --
এও সেই বিমল করুণা
হৃদয় ঢালিয়া বহে যায় ,
জগতের ...