কে তোমারে দিল প্রাণ রে পাষাণ

কে তোমারে দিল প্রাণ রে পাষাণ

রবীন্দ্রনাথ ঠাকুর

কে তোমারে দিল প্রাণ রে পাষাণ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কে তোমারে দিল প্রাণ

রে পাষাণ।

কে তোমারে জোগাইছে এ অমৃতরস

বরষ বরষ।

তাই দেবলোকপানে নিত্য তুমি রাখিয়াছ ধরি

ধরণীর আনন্দমঞ্জরী;

তাই তো তোমারে ঘিরি বহে বারোমাস

অবসন্ন বসন্তের বিদায়ের বিষণ্ন নিশ্বাস;

মিলনরজনীপ্রান্তে ক্লান্ত চোখে

ম্লান দীপালোকে

ফুরায়ে গিয়াছে যত অশ্রু-গলা গান

তোমার অন্তরে তারা আজিও জাগিছে অফুরান,

হে প...

Loading...