শরত্‍‌

শরত্‍‌

রবীন্দ্রনাথ ঠাকুর

শরত্‍‌

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আজি কি তোমার মধুর মূরতি

হেরিনু শারদ প্রভাতে!

হে মাত বঙ্গ, শ্যামল অঙ্গ

ঝলিছে অমল শোভাতে।

পারে না বহিতে নদী জলধার,

মাঠে মাঠে ধান ধরে নাকো আর—

ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল

তোমার কাননসভাতে।

মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী,

শরৎকালের প্রভাতে।

জননী, তোমার শুভ আহ্বান

গিয়েছে নিখিল ভুবনে—

নূতন ধা...

Loading...