
শিবের কাশী বিষয়ক চিন্তা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৯ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হইলা নন্দের, সুতা হরিসহায়িনী।
হেরি হাহাকার হর হরিণহেরিণী॥
কামরিপুকামিনী কামদা কামেশ্বরী।
করুণা কটাক্ষ কর কিছু কৃপা করি॥
রাজার আনন্দ কর রাজ্যের কুশল।
যে শুনে এ গীত তার করহ মঙ্গল।
গায়নে বায়নে'মা গো মাগি এই বর।
অন্নে পূর্ণ কর ঘর গলে দেহ স্বর॥
শুনিতে মঙ্গল তব যার ভক্তি হয়।
ধন পুত্র লক্ষ্মী তার স্থির যেন রয়।
কৃষ্ণচন্দ্র আদেশে...