অগ্রপথিক হে সেনাদল, জোর কদম চল রে চল

অগ্রপথিক হে সেনাদল, জোর কদম চল রে চল

কাজী নজরুল ইসলাম

অগ্রপথিক হে সেনাদল, জোর কদম চল রে চল

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

মার্চের সুর


অগ্রপথিক হে সেনাদল, জোর কদম চল রে চল।

রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন ভাইরা মোর,

বাসি বসুধায় নব অভিযান আজিকে তোর!

রাখ তৈয়ার হাথেলিতে হাথিয়ার জোয়ান,

হানরে নিশিত পশুপতাস্ত্র অগ্নিবাণ।

কোথায় হাতুড়ি কোথা শাবল?

অগ্রপথিক রে সেনাদল, জোর কদম চল রে চল॥


কোথায় মানিক ভাইরা আমার, সাজ রে সাজ!

আর বিলম্ব সাজে না চালাও কুচকাওয়াজ!<...

Loading...