
ধীবরদের গান

কাজী নজরুল ইসলাম
| কাজী নজরুল ইসলাম | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৫ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমরা নীচে পড়ে রইব না আর
শোন রে ও ভাই জেলে,
এবার উঠব রে সব ঠেলে!
ওই বিশ্ব-সভায় উঠল সবাই রে,
ওই মুটে মজুর হেলে।
এবার উঠব রে সব ঠেলে॥
আজ সবার গায়ে লাগছে ব্যথা
সবাই আজই কইছে কথা রে,
আমরা এমনি মরা, কই নে কিছু
মড়ার লাথি খেলে।
এবার উঠব রে সব ঠেলে॥
আমরা মেঘের ডাকে ...