
আমিই কচ আমিই দেবযানী

পূর্ণেন্দু পত্রী
| পূর্ণেন্দু পত্রী | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনমৌ বর্মণ১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওপারে আমার ডিঙি পড়ে আছে, এপারে জল।
অনর্গল
পাতা ঝরে পড়ে। বৃদ্ধ বটের দীর্ঘশ্বাস
মেটে আকাশ
কালো থাবা নাড়ে, যেন গোগ্রাসে গিলবে সব
অর্বাচীন
পাখি বলে যায় আজ দুর্যোগ ক্ষমতাসীন।
ওপারে আমার ভিঙি পড়ে আছে, এপারে চর ধুলি কাতর
পথের দুধারে দুঃখিত বন, ঝাপসা চোখ।
ভীষণ শোক
যে-ভাবে কাঁদায়, সেইভাবে নামে নির্বিকার
মেঘলা দিন।
পাখ...