নকশী কাঁথার মাঠ

নকশী কাঁথার মাঠ

জসীম উদ্দীন

নকশী কাঁথার মাঠ

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনচয়ন সরকার২০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ক্ষীর নদী,

উইড়া যাওয়ার সাধ ছিল, পাঙ্খা দেয় নাই বিধি |

— রাখালী গান


এই এক গাঁও, ওই এক গাঁও — মধ্যে ধু ধু মাঠ,

ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ |

এ-গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় হোথায় গাছ ;

গেঁয়ো চাষীর ঘরগুলি সব দাঁড়ায় তারি পাছ |

ও-গাঁয় যেন জমাট বেঁধে বনের কাজল কায়া,

ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় বন...

Loading...