চৈতালী ঘূর্ণি

চৈতালী ঘূর্ণি

তারাশঙ্কর বন্দোপাধ্যায়

চৈতালী ঘূর্ণি

Books Pointer Iconতারাশঙ্কর বন্দোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেখর দাস১৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অনাবৃষ্টির-বর্ষার খররৌদ্ৰে সমস্ত আকাশ যেন মরুভূমি হইয়া উঠিয়াছে; সারা নীলিমা ব্যাপিয়া একটা ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন ভাব; মাঝে মাঝে উত্তপ্ত বাতাস, হু-হু করিয়া একটা দাহ বহিয়া। যায়।


গোষ্ঠ মাঠের কাজ সারিয়া ঘরের দাওয়ায় কোদালখানি রাখিয়া কলিকায় তামাক সাজিয়া টানিতে বসিল; টানিয়াই যায়, আর কি যেন ভাবে।


পত্নী দামিনী হাতাখানা পুড়াইয়া ডালের মধ্যে সশব্দে ড়ুবাইতে ড়ুবাইতে কহিল, ক...

Loading...