চক্র

চক্র

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

চক্র

Books Pointer Iconশীর্ষেন্দু মুখোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২২ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

ওই এল তার ঘুমের সময়। বাতাসে শীতের শিস, তার দীর্ঘ শরীরে ঘুমের রিমঝিম। আর সময় নেই। শরীরে ভরে নিতে হবে যথাসাধ্য রসদ। তারপর মাটির নীচে কবোষ্ণ অন্ধকারে ঢুকে পড়বে সে। ঘুম আর ঘুম। নেমে আসবে ঘুমের ভারী পর্দা। তার মন নেই, বিবেক নেই, সে কে বা কেমন তাও জানা নেই। তার আছে কেবল শরীর। আছে সন্ধানী চোখ, বিদ্যুতের মতো গতি, আর ক্ষুধা, আর ভয়।


নবীন ভটচাযের লাকড়িঘরের পিছনে শ্যাওলা ...

Loading...