
সরস গল্প

বিমল কর
নলিন ফোনে কান রেখে সাড়ার জন্যে অপেক্ষা করছিল; ওপারে গলার স্বর উঠতেই নলিন বলল, “কী ব্যাপার?”
“কিসের কী ব্যাপার!”
“ন’টা পাঁচ থেকে ন’টা তেরো⋯চারবার ফোন তুলেছি⋯এতক্ষণ কার সঙ্গে কথা হচ্ছিল?”
“দিদি কথা বলছিল…”
“দাদার সঙ্গে নিশ্চয়।”
“হ্যাঁ।”
নলিন দু-মুহূর্ত চুপ; তারপর বলল, “তোমার দাদাটি ভেবেছেন কী? ...