সোজন বাদিয়ার ঘাট

সোজন বাদিয়ার ঘাট

জসীম উদ্দীন

সোজন বাদিয়ার ঘাট

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২০ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ইতল বেতল ফুলের বনে ফুল ঝুর ঝুর করেরে ভাই।

ফুল ঝুর ঝুর করে ;

দেখে এলাম কালো মেয়ে গদাই নমুর ঘরে।

ধানের আগায় ধানের ছড়া, তাহার পরে টিয়া,

নমুর মেয়ে গা মাজে রোজ তারির পাখা দিয়া,

দুর্বাবনে রাখলে তারে দুর্বাতে যায় মিশে,

মেঘের খাটে শুইয়ে দিলে খুঁজে না পাই দিশে।

লাউয়ের ডগায় লাউয়ের পাতা, রৌদ্রেতে যায় ঊনে,

গা-ভরা তার সোহাগ দোলে তারির লতা বুনে।

<...
Loading...