
কাব্যসংগ্রহ

হুমায়ুন আজাদ
উৎসর্গ
সন্ত চন্দ্রাবতী
হয়তাে আমি দ্রুত পৌছে যাবাে, ফিরে
এসেছি চরম অন্ধকার থেকে; আদিম তিমিরে
লুপ্ত ছিলাম যেখানে শিশির নেই, মানুষের মুখ
অর্থহীন, শুধু অন্ধকার অতি,
যে-আঁধার থেকে উদ্ধার সন্ত চন্দ্রাবতী।
ভূমিকা
অজস্র অসংখ্য কবিতা লেখার মনােরম দেশে আমি কবিতা লিখেছি কমই। অনুরাগীদের দীর্ঘশ্বাসে আমি প্রায়ই কাতর ...