Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
হুমায়ুন আজাদ

@লেখক

হুমায়ুন আজাদ (২৮ এপ্রিল ১৯৪৭ – ১২ আগস্ট ২০০৪) ছিলেন বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক, ভাষাবিদ, কবি, ঔপন্যাসিক, সমালোচক ও কিশোরসাহিত্যিক। সাহসী মত প্রকাশ, ধর্মীয় মৌলবাদের সমালোচনা, নারীবাদ এবং সামাজিক-রাজনৈতিক বাস্তবতা তাঁর লেখার মূল বিষয়বস্তু। ১৯৮০-এর দশক থেকে শুরু করে তিনি পাঠক ও বুদ্ধিজীবী সমাজে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।


শৈশব ও শিক্ষা

আজাদের জন্ম মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের কামারগাঁও গ্রামে, মাতামহের বাড়িতে। তাঁর প্রকৃত নাম ছিল হুমায়ুন কবীর, যা ১৯৮৮ সালে পরিবর্তন করে হুমায়ুন আজাদ রাখেন। প্রাথমিক শিক্ষা শুরু হয় দক্ষিণ রাড়িখাল প্রাথমিক বিদ্যালয়ে। এরপর স্যার জে.সি. বোস ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করে তিনি উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭৬ সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।


কর্মজীবন

আজাদ শিক্ষকতা শুরু করেন চট্টগ্রাম কলেজে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন এবং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এবং ২০১২ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন।


সাহিত্যকর্ম

হুমায়ুন আজাদের সাহিত্য জীবনের শুরু কবিতার মাধ্যমে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ অলৌকিক ইস্টিমার প্রকাশিত হয় ১৯৭৩ সালে। জীবদ্দশায় তাঁর ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস, ২২টি প্রবন্ধ ও সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞানবিষয়ক বই এবং ৮টি কিশোরসাহিত্যসহ ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

নারী (১৯৯২) তাঁর নারীবাদভিত্তিক অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধগ্রন্থ, যা প্রকাশের পর ব্যাপক বিতর্কের জন্ম দেয় এবং ৫ বছর নিষিদ্ধ ছিল। তাঁর বিতর্কিত উপন্যাস পাক সার জমিন সাদ বাদ প্রকাশের পর মৌলবাদী গোষ্ঠী ক্ষুব্ধ হয় এবং ২০০৪ সালে তাঁকে হত্যা প্রচেষ্টা চালায়।


দর্শন ও রাজনৈতিক চিন্তা

ধর্মীয় রক্ষণশীলতা ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। সমাজে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদ ও মানবিকতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তাঁর লেখায় এই আদর্শগুলো বারবার ফুটে উঠেছে। তিনি বিশ্বাস করতেন, একটি মুক্ত, সমতাভিত্তিক ও প্রগতিশীল সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব।


ব্যক্তি জীবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লতিফা কোহিনূরের সঙ্গে পরিচয় ঘটে এবং ১৯৭৫ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই কন্যা ও এক পুত্র রয়েছে। তাঁর স্ত্রী লতিফা কোহিনূর ২০২৪ সালে মৃত্যুবরণ করেন।


মৃত্যু ও উত্তরাধিকার

২০০৪ সালের ১১ আগস্ট জার্মানির মিউনিখে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন হুমায়ুন আজাদ। তাঁর মৃত্যু ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁকে রাড়িখাল গ্রামে সমাহিত করা হয়।

আজাদ ছিলেন সাহসী চিন্তাবিদ, যিনি সমাজ, রাজনীতি ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কলম ধরেছিলেন। তাঁর সাহিত্য ও দর্শন আজও বাঙালি পাঠকের চিন্তাভাবনায় দারুণভাবে প্রাসঙ্গিক।


১৬২

বার পড়া হয়েছে

৯১

বইসমগ্র

বইসমূহ
কাব্য ও কবিতা
প্রবন্ধ রচনা
উপন্যাস
গল্প