
তিতাস একটি নদীর নাম

অদ্বৈত মল্লবর্মণ
| অদ্বৈত মল্লবর্মণ | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
১.১ তিতাস একটি নদীর নাম
তিতাস একটি নদীর নাম। তার কূলজোড়া জল, বুকভরা ঢেউ, প্রাণভরা উচ্ছ্বাস।
স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়।
ভোরের হাওয়ায় তার তন্দ্রা ভাঙ্গে, দিনের সূর্য তাকে তাতায় ; রাতে চাঁদ ও তারারা তাকে নিয়া ঘুম পাড়াইতে বসে, কিন্তু পারে না।
মেঘনা পদ্মার বিরাট বিভিষিকা তার মধ্যে নাই। আবার রমু মোড়লের মরাই, যদু পণ্ডিতের পাঠশালার পাশ দিয়া বহিয়া যাওয়া শীর্ণা পল্লীতটিনীর চো...