শবনম

শবনম

সৈয়দ মুজতবা আলী

শবনম

Books Pointer Iconসৈয়দ মুজতবা আলী
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবেলা ২৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

প্রথম খণ্ড

বাদশা আমানুল্লাহর নিশ্চয়ই মাথা খারাপ। না হলে আফগানিস্তানের মত বিদকুটে গোড়া দেশে বল-ডান্সের ব্যবস্থা করতে যাবেন কেন? স্বাধীনতা দিবসে পাগমান শহরে আফগানিস্তানের প্রথম বল-ডান্স হবে।

আমরা যারা বিদেশী তারা এ নিয়ে খুব উত্তেজিত হইনি। উত্তেজনাটা মোল্লাদের এবং তাদের চেলা অর্থাৎ ভিশতি, দর্জী, মুদী, চাকর-বাকরদের ভিতর।

আমার ভৃত্য আবদুর রহমান সকাল বেলা চা দেবার সময় বিড়বিড় করে ...

Loading...