
এইসব দিনরাত্রি

হুমায়ূন আহমেদ
| হুমায়ূন আহমেদ | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২২ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পাঠঃ০১
সন্ধ্যার পর থেকে নীলুর কেমন যেন লাগতে লাগল। কেমন এক ধরনের অস্বস্তি। হঠাৎ ঘুম ভাঙলে যে—রকম লাগে সে-রকম। সমস্ত শরীর ঝিম ধরে আছে। মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা।
নীলু বারান্দায় এসে দাঁড়াল। এ বাড়ির বারান্দাটা সুন্দর। কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করে নি। গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগের শীত...