
কোথাও কেউ নেই

হুমায়ূন আহমেদ
| হুমায়ূন আহমেদ | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২৯ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পর্বঃ ০১
গেটের কাছে এসে মুনা ঘড়ি দেখতে চেষ্টা করল। ডায়ালটা এত ছোট কিছুই দেখা গেল না। আলোতেই দেখা যায় না, আর এখন তো অন্ধকার। রিকশা থেকে নেমেই একবার ঘড়ি দেখেছিল সাড়ে সাত। গলির মোড় থেকে এ পর্যন্ত আসতে খুব বেশি হলে চার মিনিট লেগেছে। কাজেই এখন বাজে সাতটা পঁয়ত্ৰিশ। এমন কিছু রাত হয়নি। তবু মুনার অস্বস্তি লাগছে। কালও ফিরতে রাত হয়েছে। তার মামা শওকত সাহেব একটি কথাও বলেননি। এমন ভ...