
পেন্সিলে আঁকা পরী

হুমায়ূন আহমেদ
পর্বঃ ০১
মোবারক সাহেবের গলার স্বর ভারি ও খসখসে।
কোমল করে কিছু বলতে গেলে স্বর আরো ভারি হয়ে যায়। তবু তিনি চেষ্টা করলেন কোমল করে কিছু বলতে। মেয়েটার সঙ্গে শুরুতে একটু ভাব করে নেয়া দরকার। অল্প বয়সী মেয়ে–গলা শুনেই যেন ঘাবড়ে না যায়। কী বলা যায়? নাম জিজ্ঞেস করা যেতে পারে। যে-কোনো কথোপকথন নাম জানার মাধ্যমে শুরু হতে পারে।
রাত এগারটা। মেয়েটি এবং তিনি বিছানায...