অনুবাদ কবিতা

অনুবাদ কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

অনুবাদ কবিতা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনহিয়া মজুমদার২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

যাও তবে প্রিয়তম সুদূর সেথায়,

লভিবে সুযশ কীর্তি গৌরব যেথায়,

কিন্তু গো একটি কথা, কহিতেও লাগে ব্যথা,

উঠিবে যশের যবে সমুচ্চ সীমায়,

তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমায়–

সুখ্যাতি অমৃত রবে, উৎফুল্ল হইবে যবে,

তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমায়।

কত যে মমতা-মাখা, আলিঙ্গন পাবে সখা,

পাবে প্রিয় বান্ধবের প্রণয় যতন,

এ হতে গভীরতর, কতই উল্...

Loading...