সনেট পঞ্চাশৎ

সনেট পঞ্চাশৎ

প্রমথ চৌধুরী

সনেট পঞ্চাশৎ

Books Pointer Iconপ্রমথ চৌধুরী
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনপূজা দেবনাথ১৭ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সনেট

পেত্রার্কা-চরণে ধরি করি ছন্দোবন্ধ,

যাঁহার প্রতিভা মর্ত্ত্যে সনেটে সাকার।

একমাত্র তাঁরে গুরু করেছি স্বীকার,

গুরুশিষ্যে নাহি কিন্তু সাক্ষাৎ সম্বন্ধ!


নীরব কবিও ভাল, মন্দ শুধু অন্ধ।

বাণী যার মনশ্চক্ষে না ধরে আকার,

তাহার কবিত্ব শুধু মনের বিকার,

এ কথা পণ্ডিতে বোঝে, মূর্খে লাগে ধন্ধ


ভালবাসি সনেটে...

Loading...