
ডাকব নাকি পুলিশ

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
| শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৩ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পড়ার ঘরে পড়তে বসি যখন,
বাবা ডেকে বলেন,-- 'ওরে খোকন,
মন দিয়ে খুব করিস্ লেখাপড়া--
একজামিনে নইলে খাবি বড়া।'
কিন্তু আমি পড়ি কেমন করে ?
বাবা জানেন না ত, পড়ার ঘরে
জুটেছে সব দুষ্টু পাজি যত--
পড়তে কি দ্যায় একটু মনের মত ?
বলেন বাবা-- 'কেবল পড়া ভুলিস্ !
ডাকব নাকি পুলিশ ?
টিকটিকি, তুই আমার দেয়ালে
ঘুরে বেড়াস্ ...