মুক্তপথে

মুক্তপথে

রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তপথে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বাঁকাও ভুরু দ্বারে আগল দিয়া,

চক্ষু করো রাঙা,

ঐ আসে মোর জাত-খোয়ানো প্রিয়া

ভদ্র-নিয়ম-ভাঙা।

আসন পাবার কাঙাল ও নয় তো

আচার-মানা ঘরে–

আমি ওকে বসাব হয়তো

ময়লা কাঁথার ‘পরে।

সাবধানে রয় বাজার-দরের খোঁজে

সাধু গাঁয়ের লোক,

ধুলার বরন ধূসর বেশে ও যে

এড়ায় তাদের চো...

Loading...