বৈদেশী বন্ধু

বৈদেশী বন্ধু

জসীম উদ্দীন

বৈদেশী বন্ধু

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১৩ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গান-বারমাসির সুর


যাওরে বৈদেশী বন্ধু যাও হাপন ঘরে,

অভাগী অবলার কথা রাইখ মনে করে।

তোমার দেশেতে বন্ধু। ফুটবে কদম কলি,

আমার দেশে কাজল্যা মেঘা নামবে ঢলি ঢলি।

সেই না কাজলা মেঘা ঝরে রয়া রয়া,

বিজলীর আগুন তাতে পড়ে খয়া খয়া।

সেই আগুন-লাগিবো আমার বুকের বসনে,

সেই আগুন লাগিবো আমার বে-ঘুম শয়নে।


আপন দেশে যাওরে বন্ধু। আপনা...

Loading...