জল

জল

রবীন্দ্রনাথ ঠাকুর

জল

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


জল


ধরাতলে

চঞ্চলতা সব-আগে নেমেছিল জলে।

সবার প্রথম ধ্বনি উঠেছিল জেগে

তারি স্রোতোবেগে।

তরঙ্গিত গতিমত্ত সেই জল

কলোল্লোলে উদ্‌বেল উচ্ছল

শৃঙ্খলিত ছিল স্তব্ধ পুকুরে আমার,

নৃত্যহীন ঔদাসীন্যে অর্থহীন শূন্যদৃষ্টি তার।

গান নাই, শব্দের তরণী হোথা ডোবা,

প্রাণ হোথা বোবা।

জীবনের রঙ্গমঞ্চে ওখানে রয়েছে পর্দা টানা,

ওই...

Loading...