স্কুল পালানে

স্কুল পালানে

রবীন্দ্রনাথ ঠাকুর

স্কুল পালানে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


স্কুল-পালানে


মাস্টারি-শাসনদুর্গে সিঁধকাটা ছেলে

ক্লাসের কর্তব্য ফেলে

জানি না কী টানে

ছুটিতাম অন্দরের উপেক্ষিত নির্জন বাগানে।

পুরোনো আমড়াগাছ হেলে আছে

পাঁচিলের কাছে,

দীর্ঘ আয়ু বহন করিছে তার

পুঞ্জিত নিঃশব্দ স্মৃতি বসন্তবর্ষার।

লোভ করি নাই তার ফলে,

শুধু তার তলে

সে সঙ্গরহস্য আমি করিতাম লাভ

যার আবির্ভাব

Loading...