কত লক্ষ বরষের তপস্যার ফলে

কত লক্ষ বরষের তপস্যার ফলে

রবীন্দ্রনাথ ঠাকুর

কত লক্ষ বরষের তপস্যার ফলে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কত লক্ষ বরষের তপস্যার ফলে

ধরণীর তলে

ফুটিয়াছে আজি এ মাধবী।

এ আনন্দচ্ছবি

যুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে।


সেইমতো আমার স্বপনে

কোনো দূর যুগান্তরে বসন্তকাননে

কোনো এক কোণে

একবেলাকার মুখে একটুকু হাসি

উঠিবে বিকাশি–

এই আশা গভীর গোপনে

আছে মোর মনে।




Loading...